পার্বত্য তিন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৪ শতাংশ নারী জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মধ্যে ৪৪ শতাংশ তাদের পরিবারের ভেতর জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।
সংগঠনটির গবেষণায় উঠে এসেছে, সেসব নারীদের মধ্যে ৩৩ শতাংশ শারীরিক নির্যাতন, ৩৮ শতাংশ মানসিক নির্যাতন, ১৯ শতাংশ অর্থনৈতিক নিপীড়ন এবং ৫ শতাংশ যৌন নির্যাতনের শিকার।
আজ সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ‘জেন্ডারভিত্তিক সহিংসতা ও বিচারপ্রাপ্তি: প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাসকারী ১৯ থেকে ৪০ বছর বয়সী ১ হাজার ১৫৫ জন নারীকে নিয়ে গত বছরের মার্চ-এপ্রিলে এই গবেষণা পরিচালনা করে মানুষের জন্য ফাউন্ডেশন।
গবেষণায় উঠে এসেছে, ৪৫ শতাংশেরও বেশি নারী কর্মক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক স্তরে বহু ধরণের সহিংসতার শিকার হয়েছেন। এদের মধ্যে ৬১ শতাংশ জানিয়েছেন যে তারা বাজার এলাকায়, ৪৫ শতাংশ মাঠে, ৬ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে, ৩ শতাংশ কর্মস্থলে সহিংসতার সম্মুখীন হয়েছেন।
গবেষণাটি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহিন আনাম। অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও দেশের প্রথম নারী সলিসিটর ও মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম উপস্থিত ছিলেন।
Comments