করোনাভাইরাস: চীনে মৃত্যু ১ হাজার ১১৩, আক্রান্ত সাড়ে ৪৪ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫ জন। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৩ জন।
coronavirus
চীনের উহান শহরের স্বেচ্ছাসেবীরা একটি আবাসিক এলাকায় বিনামূল্যে শাক-সবজি বিতরণ করছেন। ১১ ফেব্রুয়ারি, ২০২০। ছবি: রয়টার্স।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫ জন। চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৩ জন।

চীনের স্বাস্থ্য কর্তৃপকক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ৭৪৪ জন রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এ পর্যন্ত রিলিজ পেয়েছেন ৪ হাজার ৭৪০ জন।

হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। প্রদেশটিতে মোট মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৬৬ জন।

নতুন আক্রান্তের ১ হাজার ১০৪ জনই হুবেইয়ের রাজধানী উহানের বাসিন্দা। যেখানের একটি সামুদ্রিক ও বন্যপ্রাণীর বিক্রির বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা ১০৩ জনের মৃত্যু ও ২ হাজার ৯৭ জনের নতুন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছিলো।

সেদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেছিলেন, ইবোলা বা সার্স ভাইরাসের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে করোনাভাইরাসের।

উহানের ৫০০ স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত

উহানের কমপক্ষে ৫০০ স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। চীন সরকার এসব স্বাস্থ্যকর্মীদের নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে প্রকৃত তথ্য তুলে ধরা হয়নি বলে সেসব সূত্র দাবি করেছে।

তাদের দাবি, চিকিসক ও নার্সদের মোট সংখ্যা প্রকাশ করতে সরকারের নিষেধ ছিলো।

সরকারের এমন আদেশের কারণ ব্যাখ্যা করা হয়নি। কিন্তু, কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে।

কোভিড-১৯

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন করোনাভাইরাসের অফিসিয়াল নাম দিয়েছে ‘কোভিড-১৯’।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা স্থগিত

যুক্তরাষ্ট্রের ডাক পরিষেবা (ইউএসপিএস) চীন এবং হংকংয়ের জন্য নির্ধারিত চালান সাময়িকভাবে স্থগিত করবে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, “চীন ও হংকংয়ের জন্য নির্ধারিত আন্তর্জাতিক অগ্রাধিকার মেইল এক্সপ্রেসে সাময়িকভাবে স্থগিত করা হবে।”

ইউএসপিএস জানিয়েছে, হংকং, ম্যাকাও ও চীনের কাছে চিঠি, পার্সেল এবং এক্সপ্রেস মেইল পাঠাতে বেশিরভাগ সরবরাহকারী এয়ারলাইনস গন্তব্যে ফ্লাইট স্থগিত করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago