এবার ওয়েবসাইট থেকে ‘হাওয়া’ আসামের নাগরিকপঞ্জির তথ্য

NRC
ছবি: সংগৃহীত

ভারতের সরকারি ওয়েবসাইট থেকে ‘হাওয়া’ হয়ে গেছে আসামের নাগরিকপঞ্জির সব তথ্য।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, “নাগরিকদের যাবতীয় তথ্য রাজ্যের জাতীয় নাগরিক নিবন্ধকের (এনআরসি) ওয়েবসাইট থেকে বেমালুম হাওয়া” হয়ে গেছে।

এতে আরও বলা হয়েছে, গত ৩১ আগস্ট নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর তা অফিসিয়াল ওয়েবসাইট (www.nrcassam.nic.in) এ প্রকাশ করা হয়। এসব তথ্যের ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান উইপ্রোর সঙ্গে সরকারের চুক্তি ছিলো গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত। সেই চুক্তি নবায়ন না হওয়ায় গত ১৫ ডিসেম্বর থেকে সব তথ্য অফলাইন হয়ে গেছে।

আসাম বিধানসভার বিরোধী কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া ভারতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়ে বিষয়টি জরুরিভাবে দেখার জন্য অনুরোধ করেছেন। চিঠিতে তিনি বলেছেন, “অনলাইনে কেনো হঠাৎ করে সব তথ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে তা রহস্যের বিষয়, বিশেষ করে এখনও এনআরসি কর্তৃপক্ষের ধীরগতির কারণে আপিলের প্রক্রিয়াও শুরুই হয়নি। সুতরাং, অনলাইন তথ্য নিখোঁজ হওয়া একটি গাফিলতির কাজ বলে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে।”

এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি রাজ্য সমন্বয় কমিটির বৈঠকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই উইপ্রোকে চিঠি দেওয়া হয়েছে।

“উইপ্রো নাগরিকপঞ্জির তথ্য আপলোড করে দিলেই তা সবাই আবার দেখতে পাবেন,” উল্লেখ করে তিনি আশা করেন, আগামী দুই-তিনদিনের মধ্যে তথ্যগুলো দেখা যাবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনআরসির তথ্য নিরাপদেই আছে। ক্লাউড ভিজিবিলিটির ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি ‘শীঘ্রই সমাধান করা হচ্ছে’ বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago