ইরানের কাছে গোয়েন্দা তথ্য চলে যাওয়ার আশঙ্কা ইসরাইলের
ক্ষমতাসীন লিকুদ পার্টির নির্বাচনী অ্যাপে সাইবার ত্রুটির কারণে ইরানসহ অন্যান্য দেশের কাছে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা করছে ইসরাইল।
ওই সাইবার ত্রুটির কারণে ইসরাইলের প্রায় ছয় মিলিয়ন ভোটারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে।
ইসরাইলের নিরাপত্তা সংস্থার (শিন বেট) প্রতিষ্ঠাতাদের একজন হ্যারেল মেনশাস্ত্রী গতকাল বলেছেন, “এটি আমাদের জন্য খুবই বিব্রতকর। কারণ আমাদের দেশের ১৮ বছরের বেশি বয়সী বহু নাগরিকের তথ্য ফাঁস হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এখন ইরানসহ অনেক দেশের গোয়েন্দা সংস্থার কাছেই লিকুদ পার্টির শীর্ষ নেতা, মোসাদের প্রধান, শিন বেটের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার থাকতে পারে। বেশ কিছু বেসরকারি সংস্থাও এসব তথ্য চাইতে পারে।”
সম্প্রতি ইসরাইলের নির্বাচনী অ্যাপ ‘ইলেক্টর’ থেকে ভোটারদের তথ্য ফাঁস হয়। অ্যাপটি ব্যবহার করছিলো সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। গত সোমবার রাতে ইসরাইলের নিরাপত্তা কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
টাইমস অব ইসরাইল এ ঘটনাকে দেশের ইতিহাসে ব্যক্তিগত তথ্য ফাঁসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
ইসরাইলে গত এক বছরের মধ্যে দুবার নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো দলই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিতের কয়েক সপ্তাহ আগে ঘটলো এমন ঘটনা।
দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই তথ্য ফাঁস হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
Comments