১৬ ফেব্রুয়ারি শপথ নিবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় নিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। দিল্লির রামলীলা ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ বুধবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে সাক্ষাৎ করেন কেজরিওয়াল। এসময় তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এই তারিখ নির্ধারিত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছে আম আদমি পার্টি। এবারের নির্বাচনে বিজেপির কাছে ৫টি আসন হারিয়েছে তারা। ২০১৫ সালের নির্বাচনে তারা জিতেছিলো ৬৭ আসনে আর বিজেপি জিতেছিলো মাত্র ৩টিতে। এবার নতুন করে আরও ৫টি আসন যোগ করে বিজেপির জিতে নেওয়া আসনের সংখ্যা ৮।

নির্বাচনে জেতার পরে মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, এ জয় ভারতের নতুন রাজনীতির জয়।

আম আদমির বিধায়কের গাড়ি বহরে গুলি, নিহত ১

দিল্লি নির্বাচনের ফল ঘোষণার পরপরই সেখানে শুরু হয়েছে সহিংসতা। গতকাল মঙ্গলবার মেহরুলি থেকে জেতা আম আদমির বিধায়ক নরেশ যাদবের গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে প্রাণ হারিয়েছেন আম আদমির কর্মী অশোক মান। আহত হয়েছেন আরও একজন কর্মী। এ ঘটনায় বিধায়কের কোনও ক্ষতি হয়নি।

জানা গেছে, নরেশ যাদবের সঙ্গেই ছিলেন অশোক মান। জয়ের পরে মঙ্গলবার রাতে মন্দিরে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

আম আদমির অফিসিয়াল টুইটে বলা হয়, “মন্দির থেকে ফেরার পথে নরেশ যাদব এবং তার সঙ্গে থাকা কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তখন গুলিবিদ্ধ এক কর্মীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ আমাদের পরিবারের একজনকে হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে গুলি চালানোর কারণ খুঁজে বের করা হবে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago