যশোরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
যশোরের কেশবপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বোন বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরিঘোনা গ্রামের এক যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর বাবা কয়েকজনের সহযোগিতায় তাকে আটক করেন। খবর পেয়ে ওই যুবকের ভাই ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এসময় তাদের হামলায় ভুক্তভোগীর ছাত্রীর বাবা ও বোন আহত হন। আহত বাবাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর পরিবারের অভিযোগ, বখাটে যুবক প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ বলেন, “ধর্ষণের নমুনা সংগ্রহে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
Comments