খেলা

মোটর শোভাযাত্রায় বরণ বিশ্বজয়ী আকবরদের

বিমানবন্দর থেকে মিরপুরগামী পুরো রাস্তা মুখর হয়ে উঠে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে।
ban u19 3
ছবি: রাশেদ সুমন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ যুব দল দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার কিছু আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর মোটর শোভাযাত্রায় আকবর আলিদের বিশেষ বাসে করে নেওয়া হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও অভিবাদন জানান বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দেওয়া ক্রিকেটারদের। বিমানবন্দর থেকে মিরপুরগামী পুরো রাস্তা মুখর হয়ে উঠে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে। স্টেডিয়ামের সামনে আগে থেকেই জড়ো ছিলেন হাজার হাজার মানুষ। পুষ্পবৃষ্টি আর স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে রাখেন তারা।

bangladesh cricket u19 bus
ছবি: রামিন তালুকদার

ban u19 2
ছবি: রাশেদ সুমন

ban u19 1
ছবি: রাশেদ সুমন

ban u19 4
ছবি: রাশেদ সুমন

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago