লামিচানের ঘূর্ণি জাদু, ওয়ানডেতে যুক্তরাষ্ট্রের দুই বিব্রতকর রেকর্ড

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। বাঁহাতি স্পিনার সুশান ভারিও দেখালেন ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য। তাদের ঘূর্ণি বলের জাদুতে ১২ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হলো যুক্তরাষ্ট্র।
nepal v usa lamichhane
ছবি: আইসিসি

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিলেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। বাঁহাতি স্পিনার সুশান ভারিও দেখালেন ক্যারিয়ারের সেরা বোলিং নৈপুণ্য। তাদের ঘূর্ণি জাদুতে ১২ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হয়ে দুই বিব্রতকর রেকর্ডে নাম লেখাল যুক্তরাষ্ট্র।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কীর্তিপুরে ক্রিকেট বিশ্বকাপ লিগ দুইয়ের ম্যাচে ২৬৮ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে স্বাগতিক নেপাল। ৬ ওভারে ১ মেডেনসহ লামিচানে ৬ উইকেট নেন ১৬ রানে। ভারি ৩ ওভারে ১ মেডেনসহ ৫ রানে পান ৪ উইকেট।

ওয়ানডেতে সবচেয়ে কম বল স্থায়ী ইনিংসের রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। তারা খেলেছে মোটে ৭২ বল। এই রেকর্ড আগে ছিল জিম্বাবুয়ের দখলে। ২০১৭ সালে ঘরের মাঠে হারারেতে আফগানিস্তানের বিপক্ষে তারা টিকতে পেরেছিল ৮৩ বল বা ১৩.৫ ওভার।

ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডেও ভাগ বসিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বসেছে জিম্বাবুয়ের পাশে। হারারেতেই ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

মাত্র ৫.২ ওভার বা ৩২ বল খেলে জয় নিশ্চিত করে নেপাল। ওয়ানডেতে এর চেয়ে কম বলে জেতার রেকর্ড আছে মাত্র তিনটি। এদিন দুদল মিলে মোট খেলেছে ১৭.২ ওভার বা ১০৪ বল। ওয়ানডেতে এর চেয়ে কম বলে ম্যাচ শেষ হওয়ার কীর্তি আর নেই।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্রের মাত্র এক ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। ওপেনার জেভিয়ার মার্শাল করেন ১৬ রান। কোনো রান করতে পারেননি দলটির চার ব্যাটসম্যান। ১ উইকেট হারিয়ে ২৩ রানে পৌঁছে যাওয়া দলটি ৯ উইকেট খোয়ায় শেষ ১২ রানে।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে ধাক্কা খায় নেপাল। বিদায় নেন দুই ওপেনার। এরপর অবশ্য পরশ খাড়কার অপরাজিত ২০ ও দিপেন্দ্র সিং আইরির অপরাজিত ১৫ রানে সহজেই জয়ের বন্দরে নোঙর করে তারা।

Comments