দ্য ডেইলি স্টারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
'জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার' স্লোগানে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
'জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার' স্লোগানে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বর্ণিল আয়োজনে দেশের স্বনামধন্য ব্যক্তি, দেশি-বিদেশি অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবির্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পোর্ট্রেট উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে দেশের দুই প্রান্তিক কৃষককে সমাজে তাদের অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। তাদের একজন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রামের আব্দুর রশিদ (৬১)। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নিজের অর্ধেকের বেশি জমিতে স্কুল তৈরি করেছেন।
আরেক কৃষক টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চকগদাধর গ্রামের মোহাম্মদ সইনুদ্দিন মিয়া (৪৫)। তিনি একক প্রচেষ্টায় ও শ্রমে গ্রামের মানুষদের জন্য দেড় কিলোমিটার মাটির রাস্তা তৈরি করেছেন। এই রাস্তা তৈরিতে চার বছর সময় লেগেছে তার।
বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও উন্নয়নকর্মী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
Comments