করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শুধু হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ২৪২

মাত্র একদিনের ব্যবধানে চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কজনকভাবে বেড়েছে।
Coronavirus
সাংহাইয়ের একটি বাসে মাস্ক পরে সতর্ক অবস্থায় চীনের এক নাগরিক। ১২ ফেব্রুয়ারি, ২০২০। ছবি: রয়টার্স

মাত্র একদিনের ব্যবধানে চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কজনকভাবে বেড়েছে।

হুবেইর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৪২ জন মারা গেছেন। আগেরদিন মারা গিয়েছিলেন ৯৪ জন। এ ছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৪০ জন। যা গতদিনের তুলনায় ১০ গুণ বেশি।

গতকাল বুধবার পর্যন্ত হুবেই প্রদেশে ১ হাজার ৩১০ জন মারা গেছেন এবং ৪৮ হাজার ২০৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে প্রদেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

করোনাভাইসারের কারণে হওয়া রোগকে ‘কোভিড-১৯’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগটি কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। আর এতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৬০ হাজারেরও বেশি মানুষ অসুস্থ্য হয়ে পড়েছেন।  

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত ২৪ ঘণ্টার মোট মৃত ও আক্রান্তের সংখ্যার বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago