দিজোঁকে গোল বন্যায় ভাসাল পিএসজি

দুর্বল প্রতিপক্ষ দিজোঁকে গোল বন্যায় ভাসিয়েছে পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুর্দান্ত জয়ে টমাস টুখেলের শিষ্যরা উঠে গেছে ফরাসি কাপের সেমি-ফাইনালে।
বুধবার রাতে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে প্যারিসিয়ানরা। প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেন পাবলো সারাবিয়া। দিজোঁর জালের ঠিকানা খুঁজে নেন দলটির আরও দুই ফুটবলার। দুটি গোল হয় আত্মঘাতী।
কোয়ার্টার ফাইনালের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দেন দিজোঁর ডিফেন্ডার ওয়েসলি লাউতোয়া। সমতায় ফিরতে স্বাগতিকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ত্রয়োদশ মিনিটে লক্ষ্যভেদ করেন মুনির কোইয়ার।
বিরতির ঠিক আগে ফের এগিয়ে যায় ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে গোল করে স্কোরলাইন ২-১ করেন। এর পরের গল্পের পুরোটাই পিএসজির দাপটের। দ্বিতীয়ার্ধে দিজোঁকে পাত্তাই দেয়নি তারা।
ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। পাঁচ মিনিট পর এমবাপের অ্যাসিস্টে স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া গোল করলে পিএসজির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের শেষদিকে আরও গোল হজম করে দিজোঁ। তাতে ঘরের মাঠে বিশাল হারের তেতো স্বাদ নিতে হয় তাদের। ৮৬তম মিনিটে দলটির ডিফেন্ডার সেনৌ কোলিবালিও আত্মঘাতী গোল করেন। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সারাবিয়া।
এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। শেষবার তারা হেরেছিল দিজোঁর কাছেই। গেল নভেম্বরে লিগ ওয়ানের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল দিজোঁ।
Comments