প্রার্থীদের ফৌজদারি মামলার তথ্য দলীয় ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজনৈতিক দলের কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তার বিবরণ অবশ্যই দলীয় ওয়েবসাইটে ও সামাজিক মাধ্যমে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছেন, প্রার্থীদের ফৌজদারি মামলার বিবরণের পাশাপাশি কোন বিবেচনায় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তথ্যও দলীয় ওয়েবসাাইটে অবশ্যই উল্লেখ করতে হবে।
গত চারটি জাতীয় নির্বাচনে অপরাধ প্রবণতার সঙ্গে সংশ্লিষ্টদের প্রাথী হওয়ার সংখ্যা বেড়েছে উল্লেখ করে আদালত এ সিদ্ধান্ত নেন।
সুপ্রিম কোর্ট বলেছেন, প্রার্থীর দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য প্রকাশ করতে হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে এসব তথ্য নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
বিচারকরা বলছেন, রাজনৈতিক দল বা নির্বাচন কমিশন এই নির্দেশ কার্যকরে ব্যর্থ হলে তা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে।
Comments