নির্মলেন্দু গুণ হাসপাতালে

বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক প্রাপ্ত এদেশের অন্যতম জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
Nirmalendu Goon
কবি নির্মলেন্দু গুণ। ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক প্রাপ্ত এদেশের অন্যতম জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল বুধবার রাতে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর কিছু পরীক্ষা করানো হয় এবং শেষে তাকে আইসিউতে রাখা হয়েছে।

চিকিৎসক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে আছেন নির্মলেন্দু গুণ।

নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, “গতকাল রাতে শরীর খারাপ হওয়ার পর বাবাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর ডাক্তারের পরামর্শে আইসিউতে রাখা হয়েছে।”

মৃত্তিকা আরও বলেন, “বাবার কিডনিতে সমস্যা আছে। এছাড়া নিউমোনিয়ারও কিছুটা সমস্যা আছে। এসবের সঙ্গে শারীরিক দুর্বলতাও যুক্ত হয়েছে। আরও টেস্ট করানোর পর সব জানা যাবে।”

উল্লেখ্য, কবি নির্মলেন্দু গুণের রয়েছে অসংখ্য কবিতা। তার অনেক কবিতা জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে এলো’ কবিতাটি তাকে এনে দিয়েছে বিপুল খ্যাতি। কবিতার পাশাপাশি তিনি গদ্য সাহিত্য রচনা করেও পাঠকের ভালোবাসা অর্জন করেছেন।

Comments

The Daily Star  | English

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

44m ago