ভোলায় নার্সকে গণধর্ষণের অভিযোগ

ভোলার দৌলতখানে একটি বেসরকারি ক্লিনিকের নার্সকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে।

ভোলার দৌলতখানে একটি বেসরকারি ক্লিনিকের নার্সকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে।

দৌলতখানের মিয়ারহাটে হালিমা খাতুন কলেজের পেছনে বুধবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাদিকুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ধর্ষণের অভিযোগকারী ওই নারী সাংবাদিকদের জানান, এক রোগীর বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ক্লিনিকে ফিরছিলেন তিনি। মিয়ারহাট নামের জায়গায় অটোরিকশা থামিয়ে চালককে খাবার কিনতে দোকানে পাঠান তিনি। তখন চার যুবক তাকে জোর করে অটোরিকশা থেকে তুলে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী হালিমা খাতুন কলেজের কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। তারা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান, জানান ওই নারী।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান।

Comments