ইউএনওরা পাচ্ছেন প্রায় কোটি টাকার গাড়ি
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য প্রায় কোটি টাকা দামের গাড়ি কিনছে সরকার।
আজ বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ইউএনওদের জন্য ৫০টি জিপ কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
সচিবালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এসব জিপ কেনা হবে। মোট খরচ হবে ৪৭ কোটি টাকা।
সে হিসেবে এক একটি জিপ কিনতে খরচ পড়বে ৯৪ লাখ টাকা।
এছাড়া বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সড়কে এলইডি বাতি স্থাপনে ৩১৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় কমিটি। ডিএনসিসিতে ৪২ হাজার ৪৫০টি এলইডি বাতি বসানোর পরিকল্পনা রয়েছে।
Comments