ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। সেসময় ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছিলেন।
তবে, এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। তবে, এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এর আগে, গত ডিসেম্বরে এই ঘাঁটিতেই হামলা চালানো হয়েছিল। সেসময় এক মার্কিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার দায় ইরানভিত্তিক সেনাদের ওপরেই দিয়েছিল ওয়াশিংটন।
ঘটনার পর জানুয়ারির শুরুতেই মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাশেম সোলাইমানি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই হামলা চালানো হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
Comments