মেসি সর্বকালের সেরা, তবে রোনালদোর সঙ্গে খেলতে মুখিয়ে রাকিতিচ

বার্সেলোনার ইভান রাকিতিচের পরবর্তী ঠিকানা হতে পারে জুভেন্টাস। বার্সা সতীর্থ লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিলেও এই অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার সময়ের আরেক সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গেও খেলতে মুখিয়ে আছেন।
ছবি: এএফপি

বার্সেলোনার ইভান রাকিতিচের পরবর্তী ঠিকানা হতে পারে জুভেন্টাস। বার্সা সতীর্থ লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিলেও এই অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার সময়ের আরেক সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গেও খেলতে মুখিয়ে আছেন।

স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় রাকিতিচের দিন ফুরিয়ে আসছে। সবশেষ শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার জোরালো সম্ভাবনা ছিল তার। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে তার নাম জড়িয়েছিল ভালোভাবে। পাশাপাশি আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও রাকিতিচের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু দলবদল হয়নি। তিনি থেকে গেছেন বার্সেলোনাতেই। তবে চলতি মৌসুম শেষে তার জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন এখনও চলছে।

ছবি: এএফপি

সম্প্রতি ফুটবল বিষয়ক ওয়েবসাইট ব্লিচার রিপোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী রাকিতিচ বলেছেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর সঙ্গে একই দলে খেলার সুযোগ পেলে ভীষণ খুশি হবেন তিনি, ‘হ্যাঁ, অবশ্যই। তিনিও ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার। তাকে খেলতে দেখাটা দারুণ উপভোগের বিষয় এবং জুভেন্টাসে তিনি ভালো করছেন।’

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে এখন একই দলে খেলেন রাকিতিচ। পর্তুগিজ ফরোয়ার্ডের প্রশংসা করলেও তার দাবি, রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডই ইতিহাসের সেরা ফুটবলার, ‘তার সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার- তিনি বিশেষ কিছু। প্রত্যেক যুগেই কিছু সেরা খেলোয়াড় থাকেন, কিন্তু আমি নিশ্চিত, গেল ১৫ বছরের মধ্যে তিনিই সেরা।’

‘আমার মতে, তিনি সর্বকালের সেরা। ছয় বছর তার সঙ্গে একই দলে খেলা, এটা অসাধারণ।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

35m ago