বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ শনিবার দুপুর আড়াইটায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল করার কথা।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে অফিসে প্রবেশ করতে দেয়নি।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিএনপি বিক্ষোভ করতে কোনও অনুমতি নেয়নি। দুপুর আড়াইটায় তাদের বিক্ষোভ শুরু হওয়ার কথা। এ কারণেই বিএনপির কার্যালয় ঘিরে রাখা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে এক দিনের হরতাল পালন করে বিএনপি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান।
Comments