দিনাজপুরে উপজেলা ছাত্রদল নেতাকে হত্যা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানকে (৩২) হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বকুলতলা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মজনুর রহমানের বাড়ি উপজেলার ধনতলা এলাকায়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “বকুলতলা এলাকায় একদল দুর্বৃত্ত মজনুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়।”
Comments