মিশরে করোনাভাইরাস আক্রান্ত একজনের সন্ধান

মিশরে একজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে।
গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আক্রান্ত ব্যক্তি একজন বিদেশি। তার অবস্থা তেমন গুরুতর নয়।”
চীনের করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে ভ্রমণকারীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা ‘ফলোআপ প্রোগ্রাম’ গ্রহণ করেছে মিশর। ‘ফলোআপ প্রোগ্রামের’ মাধ্যমে দেশটির কর্মকর্তারা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আক্রান্ত ব্যক্তিকে আলাদাভাবে হাসপাতালে রাখা হয়েছে।
ওই ব্যক্তির জাতীয়তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি বিবৃতিতে। মিশরই আফ্রিকার প্রথম দেশ যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।
Comments