সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আহত
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “গাজীপুরের বোর্ড বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন খোন্দকার মোস্তাফিজুর রহমান। একটি প্রাইভেটকারকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে তাকে বহনকারী জিপটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায়। এতে তিনি, গাড়ি চালক এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একজন উপপরিদর্শক আহন হন।”
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “খোন্দকার মোস্তাফিজুর রহমান মাথা, হাত এবং পায়ে আঘাত পেয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।”
Comments