করোনাভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।
Coronavirus
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় নিরাপদ পোশাক পরেছেন থাই এয়ারওয়েজের ক্রু সদস্যরা। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। 

আজ শনিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “ফ্রান্সে ঘুরতে যাওয়া এক চীনা নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারই মৃত্যু হয়েছে।”

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চীনের বাইরে মোট চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন জাপান, একজন হংকং এবং অপরজন ফিলিপাইনের নাগরিক। তবে, ফ্রান্সে যিনি মারা গেছেন, তিনি চীনের নাগরিক।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয় করোনাভাইরাসের সংক্রমণ। বর্তমানে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে বিশ্বের আরও প্রায় ৩০টি দেশে।

চীনের সরকারি হিসাবে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫২৩ জন। আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত চীনা স্বাস্থ্যকর্মীরাও ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে ছয়জন স্বাস্থ্যকর্মীও মারা গেছেন। এছাড়া, ১ হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গতকাল শুক্রবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

9h ago