রোহিঙ্গা ক্যাম্প নজরদারিতে সিসিটিভি-ওয়াচটাওয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন রোহিঙ্গা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি: জামিল খান

ক্যাম্পগুলোতে রোহিঙ্গা পর্যবেক্ষণ ব্যবস্থা দুর্বল নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে নজরদারি বাড়াতে ওয়াচটাওয়ার ও সিসিটিভি বসানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদরদপ্তরে আজ শনিবার বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা পর্যবেক্ষণ ব্যবস্থা দুর্বল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নজরদারি মোটেও দুর্বল নয়। আপনারা জানেন যে, কক্সবাজারে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে। যা টেকনাফের জনসংখ্যার তিন গুণ।”

মন্ত্রী জানান, রোহিঙ্গা নজরদারিতে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া উঠছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে রোহিঙ্গারা যেন ক্যাম্প থেকে বেরোতে না পারে”।   

মন্ত্রী আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নেবে, কারণ প্রত্যাবাসন আলোচনা এখনও শেষ হয়ে যায়নি।

এর আগে, প্রধান অতিথি হিসাবে কোস্ট গার্ডের রজতজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪০ কোস্ট গার্ড সদস্যকে বাংলাদেশ কোস্ট গার্ড মেডেল, প্রেসিডেন্ট কোস্ট গার্ড মেডেল, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) মেডেল এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করেন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago