ঘনবসতিপূর্ণ বেইজিংয়ে জনশূন্য পার্ক
বেইজিংয়ের একটি পার্ক, মাস্ক পড়ে খেলেছে এক শিশু। এমন জনশূন্য পার্ক, তীব্র ঘনবসতিপূর্ণ বেইজিংয়ে বিরল দৃশ্যই বটে। করোনাভাইরাসের প্রভাব পড়েছে চীনের রাস্তা-পার্ক, অফিস, মার্কেট সর্বত্র।
চীনের সরকারি হিসাবে আজ রবিবার পর্যন্ত করোনাভাইরাসে ১৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। চীন সরকার নির্দেশ দিয়েছে, চীনা নববর্ষের ছুটি শেষে শহরে ফেরা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে থাকতে হবে। নির্দেশ না মানলে ভোগ করতে হবে শাস্তি।
Comments