একটি রাজনৈতিক কর্মসূচির দৃশ্য
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। বিক্ষোভ কর্মসূচির অনুমতি না নেওয়ায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। পুলিশের বক্তব্য, বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেয়নি বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। সেখানেই সমাবেশ করে বিএনপি।
স্টার অনলাইন ডেস্ক
রোববার ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১১:৩১ পূর্বাহ্ন সর্বশেষ আপডেট: রোববার ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ন
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। পুলিশের বক্তব্য, বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেয়নি বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা।
সতর্ক প্রহরায় সশস্ত্র পুলিশ।
গতকাল শনিবার নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে তোলা হয়েছে ছবিটি।
Comments