ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মিল মালিকসহ ৯ জন। আজ রোববার সকাল দশটার দিকে ভাইয়া হাস্কিং মিলে এ ঘটনা ঘটে।
নিহত সোলেমান আলী (৩৮) রাজাগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে।
রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারুল ইসলাম জানান সকালে এলাকার মো. রুহুল আমিনের ‘ভাইয়া হাস্কিং মিল’ এ ১০-১২ জন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। এসময় মিলের বয়লারটি বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
সোলেমান আলী ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বয়লার বিস্ফোরণে ঝলসে যাওয়ারা হলেন- মিল মালিক রুহুল আমিন (৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ রহমান (৫৫), বাদল (২৮), দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ(১৫), আলম( ৪৫) এবং আরফিনা(১৬)।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো. আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান বয়লার বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Comments