গতির কারণে টেস্ট দলেও হাসান মাহমুদ

বিপিএলে গতিতে মাত করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন হাসান মাহমুদ। একাদশে জায়গা না পেলেও ছিলেন নির্বাচকদের রাডারে। এবার প্রথমবারের মতো টেস্ট দলেও ঠাঁই হয়েছে এই তরুণের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, জোরে বল করা পেসারের অভাব পূরণ করতেই নেওয়া হয়েছে এই তরুণকে।
Hasan Mahmud
হাসান মাহমুদ। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে গতিতে মাত করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন হাসান মাহমুদ। একাদশে জায়গা না পেলেও ছিলেন নির্বাচকদের রাডারে। এবার প্রথমবারের মতো টেস্ট দলেও ঠাঁই হয়েছে এই তরুণের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন, জোরে বল করা পেসারের অভাব পূরণ করতেই নেওয়া হয়েছে এই তরুণকে।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৬ জনের টেস্ট দলে পেসার আছেন পাঁচজন। তার একজন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান। বিপিএলে ১৪০ কিলোমিটার গতিতে বল করে নজরে আসেন ২০ বছরের তরুণ। উইকেট থেকে বাউন্স আদায় করা, বল ভেতরে ঢোকানোর মুন্সিয়ানাও দেখিয়েছিলেন তিনি।

মিনহাজুল জানালেন প্রক্রিয়ার অংশ হিসেবেই দলে রাখা হয়েছে হাসানকে, ‘ওকে যখন আমরা একবছর আগে এইচপি স্কোয়াডে নিয়েছিলাম তখনই কিন্তু পরিকল্পনা ছিল, যত জোরে বল করতে পারে এমন কাউকে নিবো। সেক্ষেত্রে আমাদের জোরে বল করা বোলারের অভাব ছিল, যেটা ১৪০ এর কাছাকাছি ধারাবাহিক বল করতে পারে। সে হিসাবে ওর মধ্যে আমরা এই মেধা দেখেছি।’

‘দুর্ভাগ্যবশত মাঝখানে সে চোটের কারণে কিছুটা লাইনচ্যুত ছিল। আবার কামব্যাক করেছে যার কারণে সিস্টেমের মধ্যে আমরা ওকে নিয়েছি।’

Comments

The Daily Star  | English

Climate talks in last push over the fate of fossil fuels

UN leaders today urged an end to obstruction hours before a deadline for a deal at a climate summit in Dubai, as oil producers resisted historic calls for the world to wind down fossil fuels

8m ago