গ্যাসের আগুনে একই পরিবারে ৮ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার সাহেব পাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলার বাসায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), কাউসার মিয়া (১৬), মুক্তা আক্তার (২০), ইলমা আক্তার (৩), নুর জাহান (৬০) ও আপন (১০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন দ্য ডেইলি স্টারকে বলেন, “পাঁচতলা ওই বাড়িটির নিচতলায় পরিবারটি ভাড়া থাকত। ধারণা করা হচ্ছে, রাতে রান্নার চুলা বন্ধ না করে তারা ঘুমিয়ে পড়েন। ফলে চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে থাকে। ভোর ৫টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে পরিবারের আটজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, গ্যাসের আগুনে দগ্ধ আট জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ, আবুল হোসেনের ৪৫ শতাংশ, হিরণ মিয়ার ২২ শতাংশ, কাউসারের ২৫ শতাংশ, মুক্তার ১৫ শতাংশ, ইলমার ১৪ শতাংশ, নুরজাহানের ৯০ শতাংশ ও আপনের ২০ শতাংশ পুড়ে গেছে। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
Comments