বাভুমা, ক্লাসেনের ঝড়ের জবাবে বেয়ারস্টো, মর্গ্যানদের তাণ্ডব

টেম্বা বাভুমা, হেনরিক ক্লাসেনরা তুললেন ঝড়, চড়লেন রানের পাহাড়ে। কিন্তু রান তাড়ায় নেমে জস বাটলার, জনি বেয়ারস্টো, ওয়েন মর্গ্যান সবাই পেটালেন চার-ছয়, পেরুলেন ফিফটি। পাহাড়ে চড়েও তাই নিরাপদ থাকল না দক্ষিণ আফ্রিকার পূঁজি।

রোববার রাতে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ২২২ রান টপকে গেছে ৫ বল আগে। ২-১ ব্যবধানে জিতেছে সিরিজও।

মাত্র ২১ বল ফিফটি করেন মর্গ্যান। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার দ্রুততম ফিফটির রেকর্ড করেন তিনি।

২২৩ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ফিরে ফিয়েছিলেন জেসন রয়।কিন্তু বেয়ারস্টো আর বাটলার মিলে বুঝতে দেননি তা। চার-ছয়ে দুজনেই বইয়ে দেন তাণ্ডব। ৪৯ বলে ৯১ রানের বিস্ফোরক জুটিতেই কাজটা সহজ করেন দেন তারা। ২৯ বলে ৫৭ করে থামেন বাটলার, বেয়ারস্টো থামেন ৩৪ বলে ৬৪ রানে। বাকি পথে আগ্রাসী ছিল মর্গ্যান ব্যাট। কোন চার ছাড়া ৭ ছক্কায় পেরিয়ে যান ফিফটি। অপরাজিত থেকেই দলকে তীরে ভেড়ান তিনি।

এর আগে টস জিতে আগ্রাসী শুরু এনেছিলেন বাভুমা আর কুইন্টেন ডি কক। উদ্বোধনী জুটিতে তারা আনেন ৮৪ রান। ৩৫ বলে ডি কক ফেরার পর ফিফটির এক রান আগে থামেন বাভুমা। পরে ক্লাসেনের ৩৩ বল ৬৬, মিলারের ২০ বলে ৩৫ রানে দুশো ছাড়িয়ে যায় স্বাগতিকরা। যদিও সুপার স্পোর্টস পার্কের ব্যাটিং স্বর্গে ওই রানও পর্যাপ্ত হয়নি

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২২/৬ (বাভুমা ৪৯, ডি কক ৩৫, ফন ডার ডাসেন ১১, ক্লাসেন ৬৬, মিলার ৩৫, প্রিটোরিয়াস ১১, ফেলুকওয়ায়ো ১, ফোরটান ০*; মইন ১-০-১১-০, কারান ৪-০-৩৩-২, উড ৩-০-৪৭-১, জর্ডান ৪-০-৪৯-০, রশিদ ৪-০-৪২-১, স্টোকস ৪-০-৩৫-২)

ইংল্যান্ড: ১৯.১ ওভারে ২২৬/৫ (রয় ৭, বাটলার ৫৭, বেয়ারস্টো ৬৪, মালান ১১, মর্গ্যান ৫৭*, স্টোকস ২২, মইন ৫*; স্টেইন ৪-০-৪৩-০, এনগিডি ৪-০-৫৫-২, ফেলুকওয়ায়ো ৩.১-০-৩৪-১, শামসি ৩-০-৪০-১, প্রিটোরিয়াস ৪-০-৪০-১, ফোরটান ১-০-১৪-০)

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ওয়েন মর্গ্যান

ম্যান অব দা সিরিজ: ওয়েন মর্গ্যান

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago