মোটরসাইকেল চুরির দায়ে পুলিশ কনস্টেবলসহ ৫ জনের কারাদণ্ড
নাটোর পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরির অপরাধে দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন— পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদ এবং ডনের স্বজন মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম ও শামিম আহমেদ।
গতকাল ররিবার বিকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিম আলম ডনকে তিন বছর এবং বাকি আসামিদের দুই বছর করে কারাদণ্ড দেন। নাটোর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কোর্ট ইন্সপেক্টর মো. আমিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পুলিশ লাইন্স থেকে নায়েক রায়হান মুজিবের মোটরসাইকেল চুরি হয়। ৮ অক্টোবর তিনি নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুজ্জামান নামে এক আসামিকে আদালত খালাস দিয়েছেন।”
তিনি আরও বলেন, “মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম ও শামিম আহমেদ পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডনের আত্মীয়।”
Comments