গ্যাসের আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাসায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের আট জনের মধ্যে একজন মারা গেছেন।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “সকাল সোয়া ১০টার দিকে নূরজাহান বেগমকে (৬০) চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তা আক্তার (২০), কাউসার মিয়া (১৬), আপন (১০) ও ইলমা আক্তারকে (৩) চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: গ্যাসের আগুনে একই পরিবারে ৮ জন দগ্ধ
Comments