ইয়াসিরের ঝড়ো সেঞ্চুরিতে রোমাঞ্চকর রান তাড়ায় জিতল পূর্বাঞ্চল
লক্ষ্য ২১১ রান। কিন্তু এই রান তুলতে হবে এক সেশনের কিছু বেশি সময়ে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বেশ কঠিন সমীকরণ। বেশিরভাগ দলই এই অবস্থায় হয়ত হাঁটত নিরাপদ পথে। কিন্তু ইয়াসির আলি রাব্বি ভাবলেন ভিন্ন। সদ্য টেস্ট দলে জায়গা পাওয়া এই ব্যাটসম্যান তেতে উঠলেন। প্রথম ইনিংসে দেড়শো ছাড়ানোর পর এবার করলেন ঝড়ো সেঞ্চুরি, সঙ্গী হিসেবে মোহাম্মদ আশরাফুলও মেলালেন তাল। তাদের ব্যাটে ওভারপ্রতি ছয়ের উপর রান তুলে দারুণ এক ম্যাচ জিতে নিল পূর্বাঞ্চল। উঠে গেল বিসিএলের ফাইনালেও।
সোমবার কক্সবাজারে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে পূর্বাঞ্চল। দলকে জেতাতে ৮৮ বলে ১১০ রানের ইনিংস খেলেন ইয়াসির, আশরাফুল অপরাজিত থাকেন ৮৬ বলে ৭০ রান করে।
উত্তরাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে গুটিয়ে যাওয়ার পর ২১১ রানের লক্ষ্য ছিল পূর্বাঞ্চলের। রান তাড়ায় নেমে শুরুতেই রান আউটে কাটা পড়েন পিনাক ঘোষ। কিন্তু আশরাফুলকে নিয়ে এরপর খেলার গতি বদলে দেন ইয়াসির। মোহাম্মদ সাইফুদ্দিন, সাজমুল ইসলামদের পিটিয়ে রান বাড়াতে থাকেন তারা। তাদের জুটি ভাঙতে মুশফিকুর রহিমের হাতেও উঠে বল। কোন লাভ হয়নি। ৮৮ বলে ৮ চার, ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে দলকে জেতার কাছে নিয়ে আউট হন ইয়াসির। পরে ইমরুল কায়েসকে নিয়ে কাজ সারেন আশরাফুল।
এর আগে আগের দিনের ৫ উইকেটে ১৪৫ রান নিয়ে নেমে উত্তরের ইনিংসকে টানতে পারেননি মুশফিকুর রহিম। ২৩ রানে অপরাজিত থাকা মুশফিক ফেরেন ৩৮ রান করে। মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, সঞ্জিত সাহার ছোট ছোট ইনিংসে তবু আড়াইশ ছাড়িয়ে যায় তারা। উত্তরের ইনিংস মুড়ে দিয়ে ৫ উইকেট নেন নাঈম হাসান। প্রথম ইনিংসেও এই অফ স্পিনার পেয়েছিলেন ৭ উইকেট।
তবে ম্যাচে তার ১২ উইকেটের কীর্তি ছাপিয়ে জোড়া সেঞ্চুরিতে নায়ক বনেছেন ইয়াসির।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল প্রথম ইনিংস:২৭২
পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ৩৩১
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংস: ১২০.৩ ওভারে ২৬৯ (রনি ৫, জুনায়েদ ৩৬, তানবীর ১৪, নাঈম ৩৫, মুশফিক ৩৮, আরিফুল ৯, অঙ্কন ৪৪ , সাইফুদ্দিন ৪, সানজামুল ২৪, সঞ্জিত ৩৬*, সালাউদ্দিন ১৩; হাসান ১/৫৭ , নাঈম ৫/১০১ সাকলাইন ২/৫৮ , আফিফ ০/১০, আশরাফুল ০/২০, রাহাতুল ১/৬, নাসির ০/৮ )
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস: ৩৪.৫ ওভারে ২১১/২ (লক্ষ্য ২১১) ( পিনাক ১২, আশরাফুল ৭০*, ইয়াসির ১১০, ইমরুল ১৭; সাইফুদ্দিন ০/৫৯ , সানজামুল ১/৬১ , সঞ্জিত ০/৫৩ , মুশফিক ০/১৭, আরিফুল ০/১৩, নাঈম ০/৭ )
ফল: পূর্বাঞ্চল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
Comments