মোবাইল টাওয়ারের বিকিরণ সীমার মধ্যে আছে: বিটিআরসি

মোবাইল ফোনের টাওয়ারের বিকিরণ মানবদেহ বা প্রকৃতির ক্ষতি করছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। এর বিকিরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের টাওয়ারের বিকিরণ মানবদেহ বা প্রকৃতির ক্ষতি করছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। এর বিকিরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।

দেশের ছয়টি বিভাগীয় এলাকায় মোবাইল টাওয়ারের বিকিরণ পরীক্ষা করে আজ সোমবার এই তথ্য জানিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এর মধ্যে কোথাও বিকিরণ ক্ষতিকর মাত্রায় নেই।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট মহাপরিচালক মো. শহিদুল আলম এক আলোচনা সভায় জানান, মোবাইল টাওয়ারগুলোর বিকিরণ বিটিআরসি ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মাত্রার মধ্যেই রয়েছে।

এ ব্যাপারে জরিপ কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানান সংস্থাটির কমিশনার আমিনুল হাসান।

তিনি বলেন, বিকিরণমুক্ত পরিবেশ বলতে বাস্তবে কিছু নেই। সব ধরনের প্রযুক্তিই বিকিরণ তৈরি করে। বিকিরণমুক্ত থাকতে চাইলে তো বিদ্যুৎ বা যোগাযোগই থাকবে না।

আমিনুল বলেন, মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নিয়ে যে প্রচার রয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। হাইকোর্টের নির্দেশনা মেনে এ সম্পর্কে প্রতিবেদন দেওয়া হবে।

Comments