কীভাবে মেট্রোরেলে চড়বেন- জানাতে ঢাকায় মক-আপ ট্রেন
কেমন হবে মেট্রোরেল, কীভাবে ট্রেনের টিকিট কাটবেন, ব্যবস্থাপনা কী- এ সব কিছুর উত্তর জানাবে মক-আপ বা নমুনা ট্রেন। মার্চ মাসে উত্তরার মেট্রোরেল প্রকল্পের মাস র্যাপিড ট্রানজিট- এমআরটি ৬ (উত্তরা-মতিঝিল রুট) এর প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে এটি উন্মুক্ত করা হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, মক-আপ ট্রেনের মাধ্যমে মানুষজন এই ট্রেন দেখতে কেমন, কীভাবে টিকিট কাটতে হবে তার সবকিছুই জানতে পারবেন।
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিএমটিসিএল মেট্রোরেল প্রকল্পের কাজ করছে।
সিদ্দিক জানান, গত ২৬ ডিসেম্বর জাপান থেকে মক-ট্রেন আনা হয়েছে। তখন থেকেই এটি উত্তরার দিয়াবাড়িতে রাখা আছে।
“আজ আমরা মক-ট্রেনটিকে প্রদর্শনী কেন্দ্রে সংযুক্ত করেছি যাতে করে আরো যে সব কাজ এখনও বাকি আছে সেগুলো শেষ করা যায়,” বলেন তিনি।
সব কাজ শিগগিরই শেষ হয়ে যাবে এবং আগামী মাসের শেষের দিকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে, জানান এই কর্মকর্তা।
তিনি বলেন, কেমন করে স্টেশন থেকে মেট্রোরেলের টিকিট কাটতে হবে সেটিও হাতে কলমে দর্শনার্থীরা শিখতে পারবেন এখান থেকে।
২০১৬ সালে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে এমআরটি-৬ এর কাজ শুরু হয়। জানুয়ারিতে প্রকল্পের ৪০ দশমিক ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে এবং আগামী বছর ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটি চালু হবে বলে জানানো হয়েছে।
মেট্রোরেলের ২০ দশমিক ১০ কি.মি লাইনের নয় কি.মি দৃশ্যমান হয়েছে। বাকি কাজও এগিয়ে চলছে। তবে এরইমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়ে উত্তরা-মতিঝিল লাইন বাড়িয়ে কমলাপুল পর্যন্ত করার। যাতে করে আরো বেশি সংখ্যক মানুষ এর সুবিধা নিতে পারে। এ কাজ শেষ হলে মেট্রোরেলের স্টেশন সংখ্যা আরো বেড়ে ১৭টিতে দাঁড়াবে এবং দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কি.মি তে।
Comments