বকেয়া পরিশোধ করতে না পারায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া চার লাখ টাকা না পাওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। স্টার ফাইল ছবি

বকেয়া চার লাখ টাকা না পাওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র দুর্ভোগে পড়েছেন অন্তত ২০০ রোগী।

জেনারেল হাসপাতালের সুপারভাইজার ডা. অসীম কুমার নাথ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার বিকেল ৫টার সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

তিনি বলেন, “আমরা কিছুদিনের জন্য অপেক্ষা করতে বলেছিলাম তাদের। বকেয়া গ্যাস বিল পরিশোধে তহবিল পাওয়ার কথা জানিয়েছিলাম। তবে বকেয়া বিল পরিশোধে কিছু প্রক্রিয়া আছে, তার জন্য সময় লাগছিল”।

তিনি জানান, বিল পরিশোধে দুই লাখ টাকা দেয়ার কথা বললেও কিজিডিসিএল পুরো টাকা পরিশোধ করতে বলে কিন্তু সেটি সম্ভব ছিল না।

তারা কোনো কথাই শোনেনি হঠাৎ করেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে দাবি করেন তিনি।

ঠান্ডাজনিত অসুখ নিয়ে মাকে হাসপাতালে ভর্তি করেছেন আয়শা আক্তার। ফোনে এই প্রতিবেদককে জানিয়েছেন, ওষুধের জন্য গরম পানি দরকার হলেও দিতে পারছেন না তিনি।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহমেদ জানিয়েছেন, বকেয়া বিল আদায়ে অভিযান চালিয়েছেন তারা।

তিনি বলেন, “আমি জানি না গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে কি হয়নি। কিন্তু এটি নিশ্চিত বকেয়া বিল পরিশোধ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলা করেছেন”।

তিনি এখন ঢাকায় জানিয়ে বলেন, চট্টগ্রামে ফিরে বিষয়টি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চাইবেন।  

 

 

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

6m ago