অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
গাজীপুর মহানগরের গাছা এলাকার তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার গাছা এলাকার পলাসোনা ও ধীতপুরের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানিয়েছেন, মহানগরের গাছা এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই এলাকার শাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস এবং ধীতপুর এলাকার ভাই ভাই ব্রিকস ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
জানা যায়, তিনটি ইটভাটা গত ২-৩ দিন আগে পরিবেশ আইন না মেনেই চালু করা হয়েছিল।
Comments