ট্রান্সফার উইন্ডোর বাইরে খেলোয়াড় কেনার সুযোগ, কাকে নেবে বার্সা?

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার ট্রান্সফার উইন্ডোর (দলবদলের সময়সীমা) বাইরে জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার আবেদনে সম্মতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, ন্যু ক্যাম্পে নতুন কোন স্ট্রাইকারকে আনছে তারা?
martin braithwaite and angel rodriguez and lucas perez
ছবি: সম্পাদিত (এএফপি)

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার ট্রান্সফার উইন্ডোর (দলবদলের সময়সীমা) বাইরে জরুরি ভিত্তিতে খেলোয়াড় কেনার আবেদনে সম্মতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, ন্যু ক্যাম্পে নতুন কোন স্ট্রাইকারকে আনছে তারা?

লা লিগার নিয়ম অনুসারে, অন্তত পাঁচ মাসের জন্য কোনো খেলোয়াড় ছিটকে গেলে নতুন খেলোয়াড় কেনার সুযোগ মেলে। তবে ওই খেলোয়াড়কে অবশ্যই ফ্রি এজেন্ট (ক্লাবহীন) হতে হবে অথবা স্পেনের কোনো ক্লাবে খেলতে হবে। আর ওই খেলোয়াড় উয়েফার কোনো প্রতিযোগিতায়ও খেলতে পারবেন না। খেলোয়াড় কেনার জন্য সময় বেঁধে দেওয়া থাকে ১৫ দিন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বার্সেলোনার আর্জি মেনে নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। কারণ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

এর আগে গেল জানুয়ারিতে হাঁটুর চোটে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজও ছিটকে গেছেন চার মাসের জন্য। তাছাড়া একই মাসে শীতকালীন দলবদলে ইতালিয়ান ক্লাব এএস রোমার কাছে কার্লেস পেরেজকে বিক্রি করেছে বার্সেলোনা। এতে দলটির স্কোয়াডে আক্রমণভাগের ফুটবলার আছেন মাত্র তিন জন- আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের আতোঁয়া গ্রিজম্যানের সঙ্গে যুব দলের স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি। তাই নতুন একজন স্ট্রাইকারের বিকল্প নেই বার্সার।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো তাদের এক প্রতিবেদনে বলেছে, লেগানেসের মার্টিন ব্র্যাথওয়েটকে মনে ধরেছে বার্সা কর্তৃপক্ষের। চলতি লিগে ৬ গোল করেছেন এই ২৮ বছর বয়সী ড্যানিশ স্ট্রাইকার।

তবে বার্সেলোনার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। লেগানেসের একটি সূত্র জানিয়েছে, বার্সার কাছ থেকে এখনও কোনো প্রস্তাব তারা পায়নি এবং ব্র্যাথওয়েটকে কিনতে হলে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে লা লিগার শিরোপাধারীদের গুণতে হবে ২০ মিলিয়ন ইউরো।

আলাভেসের লুকাস পেরেজ আর গেতাফের অ্যাঙ্গেল রদ্রিগেজের নামও উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আমেরিকান গণমাধ্যম সনি ইএসপিএন তাদের এক সূত্রের বরাতে জানিয়েছে, খেলোয়াড় কিনতে খরচ করার মতো মাত্র ১২ মিলিয়ন ইউরো হাতে রয়েছে বার্সার। সেক্ষেত্রে আর্সেনালের সাবেক স্ট্রাইকার পেরেজ অথবা ৩২ বছর বয়সী রদ্রিগেজের ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago