খালেদা জিয়ার প্যারোল বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার: মির্জা ফখরুল
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোল বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি আইনিভাবে না হলে প্যারোলের আবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “এটা সম্পূর্ণভাবে তার (খালেদা জিয়া) পরিবারের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবে।”
আজ মঙ্গলবার তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে প্যারোল নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, “সেটা তাকেই (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করেন। আমরা দল থেকে তো প্যারোল নিয়ে কোনো কথা বলিনি।”
“খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সরকারের স্বার্থেই তাকে মুক্তি দেওয়া উচিত”, যোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “সংবিধান অনুযায়ী তিনি (খালেদা জিয়া) জামিন পাওয়ার যোগ্য। কিন্তু রাজনৈতিক কারণে সরকার জামিন দিচ্ছে না।”
Comments