রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে আহত নারীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে নূর নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে নূর নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ক্যাম্পের শিশুদেরকে কেন্দ্র করে প্রতিবেশী ফেরদৌসী (২৫) ও আল মরিজানের (৩৩) সঙ্গে নূর নাহারের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা নূর নাহারকে বেধড়ক মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা নূর নাহারকে ক্যাম্পের ভেতরে আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর নাহার ক্যাম্পের বি ব্লকে বসবাসরত নূর আলমের স্ত্রী।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেছেন, “নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Comments

The Daily Star  | English
Dummy candidates

Placing dummies as alternatives disenfranchises voters

We are witnessing an engineered intra-party contest as most of the independents belong to the ruling party.

6h ago