সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল
দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে নেপাল।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালির সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “আমরা বলেছি যে আপনারা এটি ব্যবহার করতে পারেন। সেখানে কী ধরনের বিমান নামতে পারবে, একটি প্রযুক্তিগত দল এখন সে বিষয়টি বিশ্লেষণ করে দেখবে।”
বাংলাদেশের আমন্ত্রণে গতকাল ঢাকায় এসেছেন প্রদীপ কুমার গাওয়ালি।
মোমেন বলেছেন, “ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এ সংক্রান্ত কাজে যাবতীয় বাধা দূর করতে উভয় পক্ষই সম্মতি জানিয়েছে।”
এছাড়াও, নেপাল যাতে মোংলা বন্দর ব্যবহার করতে পারে সে বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে দুদেশ।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি বলেছেন, “শিগগিরই ভারতীয় কোম্পানি জিএমআর পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করতে যাওয়ায় আগামী ৫-৬ বছরের মধ্যে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে পারে।”
Comments