ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে তার শারীরিক পরীক্ষা করা হয়। এর আগে রোববার রাতে তিনি ধর্ষণের শিকার হন।
এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শারমিন হক সুমি বলেন, “গতকাল রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
ভুক্তভোগী নারীর ভাই দ্য ডেইলি স্টারকে বলেন, “বিবাহ বিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে নিয়ে আমার বোন মায়ের কাছে থাকে। রোববার রাতে আমার মা দুই বোনকে বাড়িতে রেখে ওরস মাহফিলে যান। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমার বোন শৌচাগারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে প্রতিবেশী এক ব্যক্তি তাকে জোর করে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।”
“দীর্ঘ সময় ফিরে না আসায় আমার আরেক বোন তাকে খুঁজতে বের হয়ে বিষয়টি দেখতে পায়। তার চিৎকারে ধর্ষক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমরা শিগগিরই মামলা দায়ের করবো”— বলেন তিনি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Comments