কারিগরি বোর্ডের ভুয়া সনদ নিয়ে দাঁতের চিকিৎসা করছিলেন তিনি
চট্টগ্রামের হাটাহাজারীতে এক ভুয়া দাঁতের চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারিগরি শিক্ষা বোর্ডের একটি ভুয়া সনদ নিয়ে তিন বছর ধরে এই কাজ করছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে কাটিরহাট বাজারে অভিযান চালিয়ে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ভুয়া চিকিৎসক হেলাল উদ্দিনকে জরিমানা করেন।
ইউএনও দ্য ডেইলি স্টারকে জানান, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই চিকিৎসকের ভুল চিকিৎসার শিকার এক ভুক্তভোগীর অভিযোগ পান তিনি। আজ অভিযানে গিয়ে সনদ দেখতে চাইলে হেলাল উদ্দিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এক বছর মেয়াদী কোর্সের সনদ দেখান যেটাতে লেখা আছে তিনি মেডিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশুনা করেছেন। যাচাই করে দেখা যায় ওই সনদটিও ভুয়া।
চিকিৎসার নামে প্রতারণা করায় হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করা হয়েছে।
Comments