ভারতে ব্যাংক-জমির নথি নাগরিকত্ব প্রমাণে ব্যবহার করা যাবে না
ভারতের গুয়াহাটি হাইকোর্ট জানিয়েছেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমির রাজস্ব আদায়ের রসিদ, ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না।
আজ মঙ্গলবার ‘বিদেশি’ ক্যাটাগরিতে থাকা এক নারীর আবেদন প্রত্যাখ্যান করে একথা জানান আদালত।
গুয়াহাটি হাইকোর্টের দুই বিচারপতি মনোজিৎ ভুঁইয়া ও পার্থজ্যোতি সাইকিয়া ২০১৬ সালের এক রায়ের উল্লেখ করে বলেন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেবার আদালত ব্যাংকের নথি নাকচ করেছিলেন। পাশাপাশি আদালত জানায় জমির রাজস্ব দেয়ার রসিদও কোনও ব্যক্তির নাগরিকত্ব প্রমাণে ব্যবহার করা যাবে না।
এর আগে হাইকোর্টের ওই একই বেঞ্চ জানিয়েছিল, ভোটার আইডি কার্ডও নাগরিকত্বের প্রমাণপত্র নয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জাবেদা বেগম ওরফে জাবেদা খাতুন ট্রাইব্যুনালে ‘বিদেশি’ সাব্যস্তের পর হাইকোর্টে ভারতের নাগরিকত্ব প্রমাণে গ্রাম প্রধানের চিঠিসহ ১৪টি নথি জমা দেন।
তবে ট্রাইব্যুনালের মতোই হাইকোর্টেরও বক্তব্য, তিনি তার বাবা-মায়ের কোনও নথি জমা দিতে পারেননি।
আসামে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরির সময় নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমি ও ব্যাংকের নথি গ্রহণ করা হয়েছিল। অন্তত ১৯ লাখ মানুষ নিজেকে নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। গত আগস্টে প্রকাশিত তালিকায় তাদের নাম বাদ পড়ে। বিভিন্ন ট্রাইবুন্যালে চলছে শুনানি।
Comments