করোনাভাইরাসে মারা গেলেন উহানের হাসপাতাল প্রধান
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহান শহরের শীর্ষস্থানীয় ‘উহান উচাং হসপিটাল’ এর প্রধান ডা. লিউ জিমিং। হাসপাতালটিতে গত এক মাসের বেশি সময় ধরে কেবল করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
রয়টার্স জানায়, সোমবার রাতে লিউ এর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। ইন্টারনেটেও ছড়ায় বিভিন্ন গুজব। তবে শেষ পর্যন্ত লিউ এর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা গিয়েছেন।
আকস্মিকভাবে তার মৃত্যু নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক কর্মকর্তা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত জন চিকিৎসক মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৬ জন ডাক্তার এবং নার্স।
Comments