ভারতে ব্যবসা বন্ধ হতে পারে ভোডাফোন আইডিয়ার
গত এক দশকে ২ লাখ কোটি টাকারও বেশি লোকসান গুনতে হয়েছে ভারতের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন আইডিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বর্তমানে প্রায় ২৫ হাজার কোটি টাকা বকেয়া আছে প্রতিষ্ঠানটির।
গত শুক্রবার টেলিকম প্রতিষ্ঠানগুলোকে ঋণ পরিশোধের নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার আড়াই হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে প্রতিষ্ঠানটি।
ভোডাফোন আইডিয়ার আইনজীবী মুকুল রোহতগির বরাত দিয়ে এনডিটিভি জানায়, লোকসানের কারণে ভোডাফোনের ব্যবসা বন্ধ হলে কমপক্ষে ১০ হাজার মানুষ চাকরি হারাবেন। এছাড়াও প্রায় ৩০ কোটি গ্রাহক সমস্যায় পড়বেন।
এদিকে বিশেষজ্ঞরা জানান, ভোডাফোন ব্যবসা বন্ধ করলে দেশীয় অর্থনীতি ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
এদিকে প্রতিষ্ঠানটির দেনা নিয়ে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত দিতে পারে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম।
Comments