মোটরসাইকেল চুরি করে পুলিশের হাতে পুলিশ গ্রেপ্তার
কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আরেক পুলিশ সদস্য।
তরিকুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান।
তরিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা পুলিশের একজন সদস্য। তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, গতকাল আদালতের কর্মচারী আল আমিন আহমেদ তার মোটরসাইকেলটি রেখে অফিস ভবনে চলে যান। কিছুক্ষণ পর অফিসের বাইরে এসে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে আদালত ভবনে লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে জানতে পারেন, সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছেন।
আল আমিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, “তাৎক্ষণিক পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি ওই পুলিশ সদস্যকে আটক করার নির্দেশ দেন।”
Comments