খালেদার জামিন আবেদনের শুনানি ২৩ ফেব্রুয়ারি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট।
khaleda zia
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী ২৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই দিন ধার্য করেন।

গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপারসন হাইকোর্টে আবেদন করেন।

ওই জামিন আবেদনে বলা হয়েছে, বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। উন্নত চিকিৎসা নিতে তিনি বিদেশ যেতে চান।

গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুলের হকের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদন দাখিল করা হয়।

Comments