সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক: পররাষ্ট্রমন্ত্রী

AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বুধবার সকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে ড. মোমেনকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ড. মোমেন সাংবাদিকের বলেন, “তারা (সিঙ্গাপুর সরকার) তার চিকিৎসায় (বাংলাদেশি) তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন।”

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন। গত ১৩ দিন ধরে সিঙ্গাপুরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি।

ড. মোমেন বলেন, “তিনি (সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন যে ওই বাংলাদেশির শরীরে কোনো ওষুধ কাজ করছে না।”

সিঙ্গাপুর সরকার বাংলাদেশি সম্প্রদায়ের ওপর সংবেদনশীল এবং সহায়ক ভূমিকা পালন করছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে থাকা বাংলাদেশিদের মধ্যে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Strikes on Iran mark Trump's biggest, and riskiest, foreign policy gamble

The dramatic US strike, including the targeting of Iran’s most heavily fortified nuclear installation deep underground, marks the biggest foreign policy gamble of Trump’s two presidencies and one fraught with risks and unknowns.

1h ago