অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সিরিজই মাশরাফির শেষ!
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজা থাকবেন কি-না, এই নিয়ে কদিন থেকেই চলছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশার অবসান হয়েছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও অধিনায়ক হিসেবেই খেলবেন মাশরাফি। তবে এরপর মাস দেড়েকের মধ্যে ওয়ানডে দলের নতুন নেতৃত্ব খুঁজে নেবেন তারা। অবসর না নিলে মাশরাফিকে তখন দলে জায়গা পেতে হবে পারফরম্যান্স দিয়ে। বোর্ড প্রধানের আভাস জিম্বাবুয়ে সিরিজই অধিনায়ক হিসেবে হতে পারে তার শেষ সিরিজ।
জিম্বাবুয়ে সিরিজের আগে দলের কৌশল নির্ধারনি সভা করতে বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম আসেন বোর্ড প্রধান। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি।
সভা শেষে বেরিয়ে টেস্টের প্রসঙ্গের পাশাপাশি বড় হয়ে দেখা দেয় মাশরাফির থাকা, না থাকার প্রসঙ্গ। নাজমুল জানান, ফিটনেস পরীক্ষার ব্যাপার আছে। ফিটনেসের ব্যাপারে বিপ টেস্টের কড়া নিয়ম চালু হয়েছে। তবে মাশরাফির ব্যাপারে কিছুটা নমনীয় হবেন তারা। অধিনায়ক হিসেবেই তিনি থাকবেন জিম্বাবুয়ে সিরিজে।
এরপরই ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাববে বোর্ড, 'মাশরাফির মত অধিনায়ক এই মুহূর্তে আমাদের হাতে নেই। এটা সত্যি আমি সবসময় বলেও আসছি। তবে আমাদের ক্রিকেটে কিছু কিছু ব্যাপার পরিবর্তন হচ্ছে। আগে ধরেন বিপ টেস্ট ছিল না। এখন আমরা সেটা চালু করেছি। বিপ টেস্ট নাও পাশ করতে পারে মাশরাফি। একই সঙ্গে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসেছিল মাশরাফির অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। ওর অধিনায়কত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবার এটাও আমরা জানি ওর সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার যে ও আর কত দিন খেলবে। আমার ধারণা মাশরাফি এই সিরিজটায় অবশ্যই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। ও যদি ফিট না হয় সেটা অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি (ফিটনেস পরীক্ষা) করতে যাচ্ছি না।'
তবে এই সিরিজে থাকলেও বাংলাদেশ অধিনায়ক হিসেবে মাশরাফির সময়টা শেষ বলেই আভাস দিলেন বিসিবি প্রধান, 'তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটা আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হয় এক মাসের মধ্যে এই ব্যাপারে ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিতে পারব। এই সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করছি।তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে।'
'অবসরের সিদ্ধান্তটা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমরা জানি নামিদামি খেলোয়াড় যারা আছে তারা পরিকল্পনা করে বলে যে এখন আমার সময় এসেছে অবসরে যাওয়ার। এবং সেখানটায় আমাদের ইচ্ছা ছিল ও যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা অনুষ্ঠান করে ভালোভাবে বিদায় দেব। ও খেলতে চাইলে খেলতে পারে কিন্তু আমি এখন অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন। আমরা যদি নতুন অধিনায়ক ঘোষণা করি এবং মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে তাহলে ঢুকবে এটা কারো জন্যই তো বাঁধা নয়। কিন্তু অধিনায়কের বিষয়টা আমরা মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।'
'এই সিরিজে অধিনায়ক হিসেবেই খেলছে। শেষ সিরিজ কিনা (খেলোয়াড় হিসেবে), সেটি বলছি না। বোর্ড সভা ডেকেছি, আগামী ৮-৯ তারিখের দিকে, সেখানেই সিদ্ধান্ত হবে।'
জিম্বাবুয়ের ১, ৩, ৬ মার্চ সিলেটে তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মাশরাফিকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে খেলেছিল বাংলাদেশ, ওই সিরিজে চোটের কারণে শেষ মুহুর্তে বাদ যান মাশরাফি। এরপর আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ। মাশরাফি লম্বা সময় মাঠের বাইরে থাকার পর খেলেছেন সর্বশেষ বিপিএলে। সম্প্রতি মাঠে এসে ফিটনেস নিয়ে কাজ করছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
Comments