ধামরাইয়ে ইটভাটা-ব্যাটারি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে দুটি ইটভাটা ও দুটি ব্যাটারি তৈরির কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে ধামরাইয়ের বাথুলি ও ডাউটিয়া এলাকায় অভিযান চালানো হয়।
তামজিদ আহমেদ জানান, পরিবেশ দূষণের দায়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকার লাকি ও প্রিয়াংকা ব্রিকসকে ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভাটা দুটি গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, অবৈধভাবে ব্যাটারি তৈরি করে পরিবেশের ব্যাপক ক্ষতির কারণে জিং শুয়াং ব্যাটারি স্টোরেজ বিডি লিমিটেড কারখানাকে ১ লাখ ২০ হাজার টাকা ও আরগাছ মেটাল প্রাইভেট লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Comments